রাজনীতি
মার্কার সুবিধা পেতেই দল ছাড়ার হিড়িক?
অতীতের মতো এবারও জোটগতভাবে নির্বাচনে নামতে যাচ্ছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে দল ছেড়ে বা বিলুপ্ত করে অন্য দলে যোগ দেওয়ার যে হিড়িক এবার চোখে পড়ছে, তেমনটা এর আগে আর কখনো দেখা যায়নি।
Admin
২৮ ডিসেম্বর, ২০২৫
4 views
Print
Share:
Link Copied!

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীর গড়া রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন শনিবার।
যোগ দেওয়ার সাথে সাথেই তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে লড়ার মনোনয়ন পেয়েছেন।
সম্প্রতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদও দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে ধানের শীষে নির্বাচন করার জন্য।
ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দল বিলুপ্ত করার নজিরও স্থাপন করা হয়েছে।
এর আগে বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী শরিক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ ছিল জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর। কিন্তু গত নভেম্বরে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংশোধনী আনলে এই পথ বন্ধ হয়ে যায়।
বিএনপিসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দল আইন পরিবর্তনের অনুরোধ জানালেও লাভ হয়নি। ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েও সিদ্ধান্ত পক্ষে আসেনি।
যে কারণে শেষ পর্যন্ত হয় দল বিলুপ্তি করে কিংবা নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিতে হচ্ছে তুলনামূলক 'স্বল্প পরিচিত' রাজনৈতিক দলের নেতাদের।
#election#bangladesh#politices
Share:
Link Copied!



