রাজনীতি
ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এর জন্য মনোনয়ন পত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আরেকটা বিষয় তুলে ধরবো। গোল চিহ্নিত ছবিতে বিএনপি'র যুগ্ম মহাসচিব জনাব হাবিব উন নবী খান সোহেল ভাই, মনোনয়ন পাননি উনি।
Admin
২৮ ডিসেম্বর, ২০২৫
0 views
Print
Share:
Link Copied!

কারো প্রতি কোন রাগঢাকও রাখেননি।
প্রতিনিয়ত থাকছেন তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে। যেমনটা থাকতেন বেগম জিয়ার সঙ্গে।
মনে আছে সেই ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারীর কথা। সবাই জানতো সোহেল ভাই গ্রেফতার। আদালতের পথে বেগম জিয়া, হুট করে ফিনিক্স পাখির মতো হাজির হয়েছিলেন গাড়িবহরে সোহেল ভাই।
আমি সোহেল ভাইকে বিশ্বাস করি। তিনি দলের প্রতি শতভাগ অনুগত। সব থেকে বেশি মামলার আসামী সোহেল ভাই।
যারা নমিনেশন পাননি কিন্তু স্বতন্ত্র ইলেকশন করতে চাইছেন ওনারা সোহেল ভাই থেকে শিক্ষা নিতে পারেন।
আমি গর্বিত, বিএনপিতে সোহেল ভাইের মতো লোক আছে। আসলে সোহেল ভাই যেভাবে বিএনপিকে, বেগম জিয়াকে, তারেক রহমানকে পছন্দ করেন। ওনারাও হয়তো সোহেল ভাইকেও পছন্দ করেন।
#news#রাজনীতি
Share:
Link Copied!



