BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১ জানুয়ারী, ২০২৬

SAIEI ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন

SAIEI ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন
এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সিরাজউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দৌলতুন্নাহার, সাবেক পরিচালক, সোনালী ব্যাংক; মো. শামছুল কবির খান, সাবেক পরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন; ড. আনোয়ার হাসান নুর, সভাপতি, উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতি; মো. নুরুল হুদা, এস এম প্লাজা, উত্তরা; এবং মো. নজরুল ইসলাম ভূঁইয়া, সেক্রেটারি, উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লাইলা আঞ্জুমান শিরিন, শেখ শামীম হাসান, প্রিন্সিপাল, শহীদ ক্যাডেট একাডেমি, উত্তরা; এবং মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান, ম্যারেড স্কুল, টঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোকাদ্দেক হিলালী। বক্তারা বলেন, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে SAIEI International School গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানচর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: বিশ্ব

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892