শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত

ঢাকা প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রবাশক বশির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউদ্দিন শফি, সাবেক কাউন্সিলর হান্নুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাজার জিয়ারত শেষে তারা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: রাজনীতি
