টঙ্গীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গী পূর্ব থানার ৪৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক জি.এস জননেতা মোঃ আরিফ হোসেন হাওলাদার।
৪৫ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বাদল ব্যাপারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুবেল প্রধান, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাব্বি, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সোহরাব হোসেন, মোঃ ফয়সাল আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: দেশের খবর
