BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ৯ জানুয়ারী, ২০২৬

আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

আইয়ুব আলীর ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল–কালিগঞ্জ আঞ্চলিক সড়কের টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে টিএন্ডটি বাজার ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা আইয়ুব আলী, নবীন হোসেন, কাওসার হোসেনসহ ৪৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে আইয়ুব আলী অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর টিএন্ডটি এলাকায় আব্বাস আলী ও তার ছেলেরা চুরি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে একটি অপরাধচক্র গড়ে তুলেছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়। তিনি জানান, সম্প্রতি তার বাসায় চুরির ঘটনায় স্থানীয়রা চোরচক্রের এক সদস্যকে আটক করে। পরে চোরের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আব্বাস আলীর গুদাম থেকে চুরির মালামাল উদ্ধার করে। এ ঘটনায় তিনি একটি মামলা দায়ের করেন। আইয়ুব আলীর দাবি, বুধবার দুপুরে মামলার কাজে আদালতে হাজির হয়ে ফেরার পথে তার ওপর ফিল্মি কায়দায় হামলা চালানো হয়। হামলাকারীরা তার গাড়ি থামিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে। তবে গাড়িচালকের বিচক্ষণতায় তিনি প্রাণে রক্ষা পান। মানববন্ধনে বক্তারা বলেন, টঙ্গী এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসী চোরচক্রের মূল হোতা আব্বাস আলী, তার ছেলে রাকিবসহ সংশ্লিষ্ট সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী টঙ্গী এলাকায় সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: অপরাধ

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892