রাজনীতি
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান : স্থায়ী কমিটির সর্বসম্মত অনুমোদন
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল
Admin
১০ জানুয়ারী, ২০২৬
3 views
Print
Share:
Link Copied!

(বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের নিযুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দলের জাতীয় স্থায়ী কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের ফলে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষাপটে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়। সভায় গঠনতন্ত্র অনুসারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন,“দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বিএনপির মিডিয়া সেল সূত্র জানায়, এরশাদবিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সঙ্গে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের মাধ্যমে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দেশব্যাপী প্রচারণায় বেগম খালেদা জিয়ার সঙ্গে অংশ নেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চালু করেন তিনি। পরে দেশের বিভিন্ন জেলা ইউনিটকে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচনে উদ্বুদ্ধ করেন। ২০০২ সালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি তাকে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করে। ২০০৫ সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করে প্রতিটি উপজেলা ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে চিকিৎসার জন্য বিদেশে যান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন। এর আগে ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
#news#রাজনীতি
Share:
Link Copied!



