রাজনীতি
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে দোয়া মাহফিল ও তাঁতীদলের নতুন কমিটি ঘোষণা : সভাপতি শেখ ফরিদ সম্পাদক সুরজ মিয়া
মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব ৪৭ নং ওয়ার্ডে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
Admin
১০ জানুয়ারী, ২০২৬
8 views
Print
Share:
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
দোয়া অনুষ্ঠান শেষে ৪৭ নং ওয়ার্ড জাতীয়তাবাদী তাঁতীদলের নবগঠিত কমিটির কর্মিসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সামনে নবগঠিত কমিটির পূর্ণাঙ্গ নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
জাতীয়তাবাদী তাঁতীদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। শ্রমজীবী ও তাঁতিশ্রমিকদের অধিকার আদায়ে এ সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আমি আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শেখ ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সুরজ মিয়া। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল হক, সহ-সভাপতি মোঃ আলম মিয়া, মোঃ শুকুর আলী ও মোঃ সুমন, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল, সহ সাধারণ সম্পাদক মোঃ আলামিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল তালাশী, প্রচার সম্পাদক মোঃ রাজু, সহ প্রচার সম্পাদক মোঃ মানিক, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল এবং তাঁতী বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সুমন আহমেদ হৃদয় দায়িত্বপ্রাপ্ত হন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফয়সাল, নাহিদ, মাহিদ আক্তার, শিরিন আক্তার, মোঃ শাহিন (১নং সদস্য), মোঃ সোহেল, মোঃ আলামিন মিয়া, মোঃ আশরাফুল, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মাসুদ। দোয়া ও মিলাদ মাহফিলের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
#news#রাজনীতি
Share:
Link Copied!



