খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে দোয়া মাহফিল

জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেটসংলগ্ন বেঞ্চমার্ক স্কুল মাঠে টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কছিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের তিনবারের কমিশনার সফি উদ্দিন সফি।
এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাথী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির মিদ্যা।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: রাজনীতি
