BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৩ জানুয়ারী, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গীতে কৃষকদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গীতে কৃষকদলের দোয়া মাহফিল
সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টঙ্গীতে কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাগরিবের পর টঙ্গীর দত্তপাড়া শান্তিবাগ মসজিদ সংলগ্ন বনমালা রোড লিচু ফ্যাক্টরি এলাকায় টঙ্গী পূর্ব থানা কৃষকদল এ অনুষ্ঠানের আয়োজন করে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক রহমতউল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও কৃষকবান্ধব রাজনীতির প্রতীক। তার নেতৃত্বে কৃষক সমাজ ন্যায্য অধিকার পেয়েছে। আমরা তার সুস্থতা কামনা করছি। সভাপতির বক্তব্যে রহমতউল্লাহ বলেন, কৃষকদল সবসময় কৃষকদের অধিকার আদায়ে সোচ্চার ছিল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কৃষকবান্ধব নীতিমালা বাস্তবায়িত হয়েছে, যা আজও স্মরণীয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা কৃষকদল নেতা আবুল কালাম। এতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, এস এম শাকিল পারভেজ, বাদল আহাম্মেদ, বিল্লাল হোসেন, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব রাশেদ খান, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: রাজনীতি

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892