রাজনীতি
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল টঙ্গী প্রতিনিধি :
মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গী ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Admin
১৭ জানুয়ারী, ২০২৬
8 views
Print
Share:
Link Copied!

শুক্রবার (আজ) টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জননেতা আরিফ হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টঙ্গী ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপুসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
#news#রাজনীতি
Share:
Link Copied!



