BACK TO NEWS
Logo

দৈনিক সর্বশেষ সংবাদ

দেশ ও জনগনের কথা বলে

www.dailylatestnews.news

প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ || প্রকাশের তারিখঃ ১৮ জানুয়ারী, ২০২৬

শিরোনাম: দুঃসময়েই জন্ম নেন ত্যাগী নেতা, সুসময়েই ভিড় করে দালাল-চামচারা

শিরোনাম: দুঃসময়েই জন্ম নেন ত্যাগী নেতা, সুসময়েই ভিড় করে দালাল-চামচারা
তখনই আসল নেতার পরিচয় স্পষ্ট হয়। দুঃসময়ে যাঁরা ভয় উপেক্ষা করে মাঠে থাকেন, ত্যাগ স্বীকার করেন, দলের জন্য ব্যক্তিগত ক্ষতি মেনে নেন—তারাই প্রকৃত অর্থে ত্যাগী নেতা। অন্যদিকে, সুসময় এলেই দৃশ্যপট বদলে যায়। ক্ষমতা, পদ-পদবি ও সুযোগ-সুবিধার গন্ধ পেয়ে হঠাৎ করেই হাজির হয় দালাল, বাটপার আর চামচাদের ভিড়। এরা অতীতে দলের কোনো সংগ্রামে ছিল না, কিন্তু সুসময়ে নিজেদের সবচেয়ে বড় কর্মী ও কাছের মানুষ হিসেবে জাহির করতে ব্যস্ত থাকে। ইতিহাস সাক্ষ্য দেয়—দুঃসময় নেতৃত্ব গড়ে তোলে, আর সুসময় সুযোগসন্ধানীদের জন্ম দেয়। দুঃসময় মানুষকে চিনতে শেখায়, সুসময় মুখোশ খুলে দেয়। তাই দল ও আদর্শকে বাঁচাতে হলে দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন করাই হওয়া উচিত সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্ব।
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: রাজনীতি

সম্পাদক ও প্রকাশক: মাহবুব আলম | অফিস: তেজকুনি পাড়া, ফার্মগেট

ইমেইল: info@dailylatestnewsbd.com | ফোন: +8801345160892