আলহামদুলিল্লাহ্ 🤲 আজ আমার কন্যা আয়রার জন্মদিন।

প্রথম প্রহরেই আয়রা বাবার চোখের দিকে তাকিয়ে ছিল—তার সেই নিঃশব্দ, অপলক দৃষ্টি আজও মনে পড়লে হৃদয় ভরে যায়।
আল্লাহ্র অশেষ রহমতে আয়রা ধীরে ধীরে বড় হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে তার ভেতরে গড়ে উঠছে দায়িত্ববোধ ও মমত্ববোধ। বাবার যত্ন নেওয়া, মাকে সাহায্য করা এবং ছোট ভাইকে আগলে রাখার মানসিকতা তার স্বভাবের অংশ হয়ে উঠেছে। এসব দেখে একজন বাবা হিসেবে গভীর কৃতজ্ঞতা অনুভব করি।
মহান আল্লাহ্র কাছে শুকরিয়া আদায় করি—তিনি যেন আয়রাকে নেক হায়াত দান করেন, সুস্থ ও নিরাপদ রাখেন এবং দ্বীনদার, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন।
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
আমিন।
— এক বাবা
রিপোর্টার: Admin মাহবুব আলম জুয়েল
ক্যাটাগরি: দেশের খবর
