অপরাধ
হাদিকেই কেন টার্গেট করেছিল আওয়ামী সন্ত্রাসী বাপ্পি
৬ জানুয়ারি ২০২৬ হাদিকেই কেন টার্গেট করেছিল আওয়ামী সন্ত্রাসী বাপ্পি
Admin
৬ জানুয়ারী, ২০২৬
4 views
Print
Share:
Link Copied!

ঢাকার পল্লবী এলাকার কাউন্সিলর এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী, যিনি সাধারণভাবে বাপ্পি নামে পরিচিত, ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাপ্পির নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি দীর্ঘদিন ধরেই পল্লবী এলাকায় প্রভাবশালী। গাড়ি, ব্যবসা এবং সম্পদে তিনি এলাকায় পরিচিত মুখ। পরিবহন থেকে শুরু করে গার্মেন্টের ঝুট কাপড়, ফুটপাত-সড়ক ও অস্থায়ী বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। ঢাকার কর অঞ্চল-৩-এর সার্কেল ৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের সিটি করপোরেশন নির্বাচনের সময় তার প্লট ও বাড়ি সম্পর্কে দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, মিল্ক ভিটা রোডের ৭০০ বর্গফুটের সেমিপাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন। বর্তমানে সেই জায়গায় তিনতলা ভবন ‘চৌধুরী ভিলা’ দাঁড়িয়ে আছে। গাড়ির দিকেও তার যথেষ্ট বহর রয়েছে, যার মধ্যে ব্যবহৃত একটি হ্যারিয়ার জিপ এবং আরও তিনটি গাড়ি পরিবারের সদস্যদের ব্যবহারে রয়েছে।
ব্যবসার ক্ষেত্রেও বাপ্পি সমৃদ্ধ। তিনি ‘স্মার্ট ফ্যাশন’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে ৫০ বিঘা জমিতে অটো ব্রিকফিল্ড ‘চৌধুরী অ্যান্ড খান ব্রিকস’ রয়েছে। তার এই সম্পদ ও প্রভাবকেন্দ্রিক কর্মকাণ্ড তাকে পল্লবীর রাজনৈতিক ও সামাজিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরে।
#news#অপরাধ
Share:
Link Copied!



