দেশের খবর
টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিবেদকনিজস্ব : ঐতিহ্যবাহী টঙ্গী সাংবাদিক ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক
Admin মাহবুব আলম জুয়েল
১৩ জানুয়ারী, ২০২৬
14 views
Print
Share:
Link Copied!

কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন টঙ্গী সাংবাদিক ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, গাছা প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম।
টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সুমনসহ সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা টঙ্গী সাংবাদিক ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে টঙ্গী সাংবাদিক ক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ক্লাবের অবদান প্রশংসনীয়।
আলোচনা সভা শেষে গাজীপুর ও টঙ্গীতে নিহত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কাটা, ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১৬ জানুয়ারী, ২০২৬
কেরানীগঞ্জে মা-মেয়ে খুন, যে তথ্য দিলো পুলিশ কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২১ দিন পর মা ও মেয়ের

দেশের খবর•১৫ জানুয়ারী, ২০২৬
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত

দেশের খবর•১৪ জানুয়ারী, ২০২৬
