রাজনীতি
প্রতীক বরাদ্দের আগে প্রচারণা গাজীপুর–২ আসনের বিএনপি প্রার্থী রনিকে শোকজ
গাজীপুর প্রতিনিধি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল
Admin
১৬ জানুয়ারী, ২০২৬
12 views
Print
Share:
Link Copied!

করিম রনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মাসুমা রহমান গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে এ নোটিশ দেন।
এম. মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওসহ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযোগ ওঠে—প্রতীক বরাদ্দের আগেই এম. মঞ্জুরুল করিম রনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। অভিযোগ অনুযায়ী, তিনি গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও শোক সভার নামে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন এবং প্রচার কার্যক্রম চালান।
গাজীপুর জেলা প্রশাসক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার আগেই তিনি গাজীপুর সদরের সিটি করপোরেশন, ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য ও প্রচারণা চালিয়েছেন। ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা গেছে, তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে কৌশলে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মিলাদ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানেও একই ধরনের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, এ সংক্রান্ত ফেসবুক লিংক, ভিডিও ও স্ক্রিনশট নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে এসেছে। এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩, ১৬, ১৮ ও ২৭ বিধির পরিপন্থি এবং আচরণবিধি লঙ্ঘনের শামিল।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী রোববার সকাল সাড়ে ১১টায় টঙ্গীর সিভিল জজ (অতিরিক্ত আদালত) ভবনে নির্বাচন অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, তিনি শোকজ নোটিশের বিষয়টি শুনেছেন।
#news#রাজনীতি
Share:
Link Copied!



