হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে রাতভর অবস্থান ইনকিলাব মঞ্চে হাজারো মানুষের জমায়েতের ঘোষণা

স্টাফ রিপোর্টার:
হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে শহিদ হাদি চত্বরে রাতভর অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে অংশ নিতে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণ নিরাপদ নয়। তাই ন্যায়বিচারের দাবিতে হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান নেবে। তাদের দাবি, হাদি হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনাল গঠন ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন, শহিদ হাদি তার মৃত্যুর আগে বলে গেছেন—তাকে হত্যা করা হলে কোনো আপত্তি নেই, তবে হত্যাকারীদের অবশ্যই ধরে বিচার করতে হবে। সেই বক্তব্য আজ সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, সারা দেশের সাধারণ জনগণ এই হত্যার বিচারের দাবিতে সোচ্চার। দ্রুত বিচার না হলে জনমনে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: রাজনীতি
