খালেদা জিয়ার সুস্থতা কামনায় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের দোয়া মাহফিল

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে টঙ্গীর দত্তপাড়া তারা বিল্ডিং–সংলগ্ন এলাকায় এই দোয়া মাহফিল হয়। এতে টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিফাত রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর হক প্রধান (সুবেল), টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আলাউদ্দিন সুমন এবং যুগ্ম আহ্বায়ক সিজান ও আদন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। তাঁর নেতৃত্ব ও আদর্শ গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাঈদ বেপারি।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: রাজনীতি
