দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবর অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন।
তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক আপসহীন নেত্রী। স্বৈরশাসক এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে আনেন।
তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে কারাবরণ, দমন-পীড়ন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।
তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধায় এই দেশনেত্রীকে স্মরণ করছেন।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: দেশের খবর
