বিশ্ব
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Admin
২ জানুয়ারী, ২০২৬
9 views
Print
Share:
Link Copied!

হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৪টায় টঙ্গীস্থ আউচপাড়া এলাকায় প্রভাষক বসির উদ্দিনের বেপারি বাড়ি প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রীর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান রাজু মাস্টার, সাধারণ সম্পাদক সামসুল হক, সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ. সাত্তার, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, যুগ্ম আহ্বায়ক মাহবুব মেয়াজী, নাজমুল হোসেন মুন্না, সদস্য সাইদুল ইসলাম জনি এবং কাউন্সিলর পদপ্রার্থী শামীম বেপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দোয়া মাহফিলের মাধ্যমে নেতাকর্মীরা তার আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার আদর্শে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
#news#বিশ্ব
Share:
Link Copied!


