দেশের খবর
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত
লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে
Admin মাহবুব আলম জুয়েল
১৫ জানুয়ারী, ২০২৬
1 views
Print
Share:
Link Copied!

পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের বটতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত জামায়াত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আব্দুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা হেজবুল্লাহ সোহেল, ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি সাকিব হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা এমরান হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন খোকন।
এছাড়া বিএনপি নেতা মো. আব্দুল, মো. কামাল হোসেন ও রাসেল ভূঁইয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার বিষয়ে জামায়াত নেতা মাওলানা হেজবুল্লাহ সোহেল বলেন, “আমাদের পূর্বঘোষিত একটি নারী সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।”
অন্যদিকে বিএনপি নেতা সাইফুজ্জামান শরীফ অভিযোগ করে বলেন, “চরশাহী ইউনিয়নে আমাদের একটি কর্মসূচি ছিল। সেখানে এসে কয়েকজন জানান, নারীদের কাছ থেকে ভোটার আইডি ও ২০ টাকা নিয়ে টিসিবির পণ্য দেওয়ার কথা বলা হচ্ছে। বিষয়টি জানতে গেলে জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের চারজন আহত হয়।”
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম বলেন, “ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে অবগত নই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#news#দেশের খবর
Share:
Link Copied!



