ট্রাম্পের পরবর্তী টার্গেট কি মোদি? ৬ জানুয়ারি ২০২৬

ভারতে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবাণের একটি পোস্ট সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা ঘটিয়েছে, ঠিক তেমনি কি ভারতের ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে এবং ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অপহরণ করতে পারেন—এ ধরনের প্রশ্ন তুলে চবাণ নেটিজেনদের মধ্যে বিস্ময় ও সমালোচনা সৃষ্টি করেছেন।
তাঁর মন্তব্যকে সমালোচনা করেছেন জম্মু-কাশ্মির পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ। তিনি বলেন, এটি সমগ্র দেশের জন্য অপমানজনক এবং ভারতের মতো পারমাণবিক শক্তিধর দেশের প্রসঙ্গে এমন বক্তব্য হাস্যকর। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে চবানের মন্তব্যকে ‘ব্রেন ডেড’, ‘অশিক্ষিত’ এবং ‘মূর্খ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
এবার শুধু রাজনৈতিক মন্তব্যের সীমায় নয়, চবাণ যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রভাবকেও আলোচনা করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্কের কারণে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যত বন্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং ভারতকে বিকল্প বাজার খুঁজতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, অতীতে যে পরিমাণ মুনাফা ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে পেত, তা আর সম্ভব নয়।
পৃথ্বীরাজ চবাণ ভারতের একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, চবাণ প্রধানমন্ত্রী কার্যালয়ে রাষ্ট্রীয় মন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বেও কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রেক্ষাপটে চবাণ দেশের বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্কিত নানা বিষয়েও মত প্রকাশ করে থাকেন, যা মাঝে মাঝে বিতর্কের জন্ম দেয়।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: রাজনীতি
