নেত্রকোনায় ত্রয়োদশ নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদন
৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, প্রশাসনের আয়োজনে নেত্রকোণার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জনাব মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত সচিব,সিপিটি, জনপ্রশাসন মন্ত্রণালয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার নেত্রকোনা মোঃ তরিকুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসার নেত্রকোনা মোহাম্মদ তোফায়েল হোসেন। সদর উপজেলা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভা শেষে গণভোট ও ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, নেত্রকোণার আয়োজনে বালুয়াকান্দা, কাইলাটি, নেত্রকোণা সদরের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
রিপোর্টার: Admin
ক্যাটাগরি: দেশের খবর
