রাজনীতি
রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
Admin
৩০ ডিসেম্বর, ২০২৫
30 views
Print
Share:
Link Copied!

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
🔴 কেন বহিষ্কার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
📌 বহিষ্কৃত নেতাদের তালিকা বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক এছাড়া আরও বহিষ্কৃত হয়েছেন— কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ⚠️ দলের অবস্থান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
🔴 কেন বহিষ্কার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
📌 বহিষ্কৃত নেতাদের তালিকা বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ আলম হাসান মামুন আব্দুল খালেক এছাড়া আরও বহিষ্কৃত হয়েছেন— কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ⚠️ দলের অবস্থান দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
#রুমিন ফারহামা#বিএনপি
Share:
Link Copied!



