দেশের খবর
টঙ্গীতে ফের গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা
দুই কারখানার শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি, তদন্তের দাবি
Admin মাহবুব আলম জুয়েল
১৪ জানুয়ারী, ২০২৬
4 views
Print
Share:
Link Copied!

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে আবারো গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতার ঘটনা ঘটেছে। এক্সপার্ট ভিলেজ লিমিটেডের মা টাওয়ারে অবস্থিত দুটি কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্মরত অবস্থায় হঠাৎ করে শ্রমিকদের মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বমি ভাব ও অচেতন হয়ে পড়ার মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাস, কারখানার ভেতরের বাতাসে দূষণ, খাবার বা পানির সমস্যা—এগুলোকে সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, টঙ্গী এলাকায় গার্মেন্টস কারখানাগুলোতে প্রায়ই এ ধরনের রহস্যজনক অসুস্থতার ঘটনা ঘটছে। কিন্তু প্রতিবারই বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে, স্থায়ী সমাধান আসছে না। এতে শ্রমিকদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং গার্মেন্টস শিল্প ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী ও শ্রমিক প্রতিনিধিরা দাবি জানিয়েছেন,
এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক।
তাদের মতে, প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কেউ মন্তব্য করতে রাজি হননি।
#news#দেশের খবর
Share:
Link Copied!
সম্পর্কিত খবর (Related News)

দেশের খবর•১৬ জানুয়ারী, ২০২৬
কেরানীগঞ্জে মা-মেয়ে খুন, যে তথ্য দিলো পুলিশ কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২১ দিন পর মা ও মেয়ের

দেশের খবর•১৫ জানুয়ারী, ২০২৬
লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত

দেশের খবর•১৪ জানুয়ারী, ২০২৬
