বিশ্ব
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার কথা স্বীকার করেন।
Admin
২ জানুয়ারী, ২০২৬
5 views
Print
Share:
Link Copied!

তারা
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
মামলার সূত্র জানায়, শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান। এ সময় সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল তাকে দেশত্যাগে সহায়তা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্তরা হত্যাকাণ্ডের পরবর্তী ধাপে সহযোগিতার বিষয়টি স্বীকার করেছেন। এসব তথ্য মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীর সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সরাসরি ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
#news#বিশ্ব
Share:
Link Copied!


